বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭


মাগুরায় আজানের সময় মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরায় পৌর এলাকার মসজিদে আযান দেওয়ার সময় আকবর মৃধা (৮৫) নামে এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) আসরের নামাজের আযান দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

আকবর মৃধা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের মৃত হানেফ মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকবর মৃধা দীর্ঘদিন ধরে ঘোড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদে নিয়মিত মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার তিনি যথারীতি ফজর ও যহরের নামাজের আযান দেন। তবে আসরের নামাজের জন্য আযান দিতে গিয়ে মসজিদেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

মসজিদের পাশে অবস্থানরত দোকানদার মো. আরিফুল বলেন, আসরের আযান দিতে গিয়ে তিনি সবেমাত্র ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলার পর হঠাৎ আর কোনো শব্দ শোনা যায়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা দ্রুত মসজিদের ভেতরে গিয়ে দেখি তিনি মেঝেতে পড়ে আছেন। পরে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদের পাশের বাসিন্দা মোহাম্মদ শামীম জানান, আমি তখন বাড়িতে শুয়ে ছিলাম। আযানের শুরুটা শুনলেও এরপর আর কোনো আওয়াজ পাইনি। তখন আমার স্ত্রী বলল, কারেন্ট তো ঠিকই আছে, তাহলে আযান থেমে গেল কেন? পরে সবাই মিলে গিয়ে দেখি তিনি মেঝেতে লুটিয়ে পড়ে আছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা একজন নিষ্ঠাবান ও সৎ মানুষের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ