বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে অনুষ্ঠিত জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আরও অংশ নেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শোকবার্তা দেন। সন্ধায় দলের সিনিয়র নায়েবে আমীরের নেতৃত্বে একটি উচ্চপ্রতিনিধি দল গুলশানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক শোকবার্তা জানান। তারই ধারাবাহিকতায় আজকে জানাজায় অংশ নেয় দলের উচ্চ প্রতিনিধি দল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ