আগামী ৯ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার, দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি (প্রকাশ: জিরি মাদ্রাসা)-এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০৬তম বার্ষিক খতমে বুখারি শরিফ ও ইসলাহি জোড় মাহফিল।
বুখারি শরিফের শেষ সবক ও দোয়ার মাধ্যমে এই মহিমান্বিত অনুষ্ঠান সমাপ্ত হবে। এতে উপস্থিত থাকবেন ও বুখারি শরিফের আখেরী সবক প্রদান করবেন, পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশ্বনন্দিত মুহাদ্দিস, আল্লামা মুফতি মঞ্জুর মেঙ্গলি।
উপস্থিত থাকবেন জামিয়ার প্রবীণ শাইখুল হাদিস আল্লামা মুসা সন্দ্বীপী ও জামিয়ার প্রধান পরিচালক মাওলানা হাফেজ খুবাইব বিন তৈয়্যব।
এছাড়াও দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম, মুরুব্বিয়ানে দ্বীন ও দ্বীনপ্রেমী মুসলিম জনতার সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
এই শতবর্ষোত্তর খতমে বুখাবি উপলক্ষে জামিয়া জিরির প্রধান পরিচালকের পক্ষ থেকে থাকবে বিশেষ মেহমানদারির ব্যবস্থা। জামিয়া জিরির সমাপনী বর্ষের ত্বলাবা, তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সকল ছাত্রদের জন্য নিজ নিজ বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দাওয়াত দেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছে।
আরএইচ/