রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭


আস-সুন্নাহ ফাউন্ডেশনের চতুর্থ সদস্য সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত দাওয়াহ ও সেবামূলক সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চতুর্থ সদস্য সম্মেলন গত ২৫ ডিসেম্বর আস-সুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অর্ধদিনব্যাপী এই সম্মেলনে সভাপতিত্ব করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সভাপতির বক্তব্যে তিনি সদস্যদেরকে ফাউন্ডেশনের সকল প্রকল্পে সংযুক্ত থাকার, কাছের মানুষদের নিকট ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরার আহ্বান জানান।

এর আগে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহম্মেদ ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রমের ওপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য ডাক্তার খিজির হায়াত খান।

আলোচনার ফাঁকে ফাঁকে ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের ওপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

এছাড়া ফাউন্ডেশনের প্রতি বিশেষ অবদান রাখায় পাঁচজন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সবশেষে সদস্যগণ উন্মুক্ত মতামত, পরামর্শ ও অনুভূতি প্রকাশ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ