প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে যুক্তরাজ্যের ইসলামী শিক্ষকদের অন্যতম সংগঠন এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে (এআইটি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৩ ডিসেম্বর মঙ্গলবার, পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়া-এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক শাহেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তাওহিদুর রহমান ও জুনাইদ আহমদ। সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষকসমাজ, এআইটির নির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলী এবং টাওয়ার হ্যামলেটস বরার ডেপুটি মেয়র মায়ুম তালুকদার।
এআইটির নির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ হোসাইন আহমদ বিশ্বনাথী, শেখ মুনাওয়ার হুসাইন, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা আবু সুফিয়ান ও হাফেজ ছালেহ আহমদ। উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের ছালেহ এবং মাওলানা আবুল হাসানাত চৌধুরী।
ডেপুটি মেয়র মায়ুম তালুকদার ও উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের ছালেহ এআইটির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের ছালেহ-এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
আরএইচ/