শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭


আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, জঙ্গিবাদ ইস্যুতে কারাগারের কয়েদি বা হাজতিদের মাধ্যমে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানায়, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি একটি অপপ্রচার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আতাউর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপদ এবং সুস্থ অবস্থায় রয়েছেন। কারা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে।

কারা কর্তৃপক্ষ সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

আটক আতাউর রহমানকে তিন মাসের ডিটেনশন আদেশসহ গত বুধবার গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ হস্তান্তর করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ