মুফতি সাখাওয়াত হোসাইন রাজী
১৭ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে বাংলাদেশের মাটিতে আপনার প্রত্যাবর্তন নিঃসন্দেহে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই ফিরে আসা কেবল একজন নেতার দেশে ফেরা নয়—এটি হোক ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের দ্বিতীয় পর্ব।
আমরা মনে করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি আপনার নেতৃত্বে নতুন উদ্যমে পথচলা শুরু করবে—জনগণের অধিকার ও জাতীয় মর্যাদার প্রশ্নে আপসহীন ও দৃঢ় অবস্থান নিয়ে।
সর্বশক্তিমান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস এবং ইসলামী মূল্যবোধের যে মজবুত ভিত্তির ওপর আপনার দল রাজনৈতিক যাত্রা শুরু করেছিল, আশা করি আপনার নেতৃত্বে সেই আদর্শের পুনর্জাগরণ ঘটবে।
আপনার এই প্রত্যাবর্তন দেশ ও জাতির জন্য কল্যাণকর হোক।
লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট
আরএইচ/