ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেছেন, রাজধানীর মগবাজারে চা পান করতে আসা সিয়াম যেভাবে অজ্ঞাত অপরাধীর নিক্ষেপ করা ককটেলে আঘাতে মৃত্যু বরণ করেছে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার আরেকটি কলংক তিলক হয়ে থাকবে। এই ধরনের হত্যাকাণ্ড যে পতিত ফ্যাসিবাদের সমর্থকেরা ঘটাচ্ছে দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু হতাশাজনক বিষয় হলো, সরকারের পক্ষ থেকে পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কিছুদিন আগে সুনির্দিষ্ট টার্গেট করে ওসমান হাদিকে হত্যা করা হলো, আজকে মগবাজারের ইস্কাটন রোডে অনির্দিষ্টভাবে একজন নাগরিককে হত্যা করা হলো। ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের এখনো আইনের আওতায় আনা যায় নাই, এই হত্যাকাণ্ডের পরেও যদি অপরাধীদের আইনের আওতায় আনা না যায় তাহলে জনমনে আতংক ছড়িয়ে পড়বে। উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশার গুড়ে বালি পড়বে। সরকারের প্রতি আহবান জানাতে জানাতে আমাদের মধ্যেও এক ধরণের অস্বস্তি এসে গেছে। কিন্তু কার্যকর কিছু হচ্ছে না। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে আশংকা তৈরি হচ্ছে।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, এখনো সময় আছে। পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সমন্বিত আইনী ব্যবস্থা নিন, প্রশাসনের কেউ অসহযোগিতা করলে কঠোর হস্তে তাদের দমন করুন। কিন্তু যে কোন মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই হবে।
আরএইচ/