ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
একই সঙ্গে ৩০ কর্মদিবসের মধ্যে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে সংগঠনটি। আবদুল্লাহ আল জাবের জানান, দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত ওসমান হাদির মতোই রাজপথে লড়াই চলবে।
ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশসহ ৬ দাবি মঞ্চ ২৪-এরওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশসহ ৬ দাবি মঞ্চ ২৪-এর
এ সময় শপথে অংশ নিয়ে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি মন্তব্য করেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতেই তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধা।
এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরএইচ/