আওয়ামী ঘাতকের গুলিতে শহীদ ওসমান হাদির জানাজায় যোগ দিতে দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম ও মুসলমানদের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
শহীদ হাদির জানাজায় দলে দলে যোগ দিয়ে জুলাই ঐক্যের চেতনা সুসংহত করার পাশাপাশি তারা আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়ে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হবে। পরে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবি নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
এনএইচ/