নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, এটি একটি মাইনর ভূমিকম্প ছিলো। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে।
এর আগে, গতকাল সকালে ঢাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।
এলএইস/