রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭


কেউ সাহাবায়ে কেরামের অসম্মান করলে, তাকে ভোট দেওয়া জায়েজ নেই : মুফতী মনির কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যে ব্যক্তি প্যান্ট-শার্ট পরেও সাহাবায়ে কেরামকে সম্মান করে, তাকে ভোট দেওয়া যায়,কিন্তু দাড়ি-টুপি পরা কেউ যদি সাহাবায়ে কেরামের অসম্মান করে, তবে তাকে ভোট দেওয়া জায়েজ নয়: মনির কাসেমী 

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “আজমতে সাহাবা মহা সম্মেলন”।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও কাসেমী পরিষদের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুনির কাসেমী বলেন,
“যে ব্যক্তি প্যান্ট-শার্ট পরেও সাহাবায়ে কেরামকে সম্মান করে, তাকে ভোট দেওয়া যায়।কিন্তু দাড়ি-টুপি পরা কেউ যদি সাহাবায়ে কেরামের অসম্মান করে, তবে তাকে ভোট দেওয়া জায়েজ নয়।”
সম্মেলনে মুসলিম উম্মাহর ঐক্য, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন

তাছাড়া দেশি-বিদেশি শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান),আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী),আল্লামা আবু তাহের নদভী (পটিয়া),
মুফতি জসিমুদ্দীন হাটহাজারী,আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন-
বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব,মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান,
সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,

বক্তারা সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও দীন প্রতিষ্ঠায় তাদের অসামান্য অবদানের ওপর আলোচনা করেন।
তারা বলেন, যারা সাহাবায়ে কেরামের মর্যাদা অস্বীকার করে অথচ ধর্মের নামে রাজনীতি করে—
বিশেষত জামাতে ইসলামী—তাদের বিষয়ে মুসলমানদের সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,
“আমরা বাংলাদেশে মদিনার ইসলাম চাই, মওদুদীর ইসলাম চাই না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ