
|
কেউ সাহাবায়ে কেরামের অসম্মান করলে, তাকে ভোট দেওয়া জায়েজ নেই : মুফতী মনির কাসেমী
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৫, ১২:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
যে ব্যক্তি প্যান্ট-শার্ট পরেও সাহাবায়ে কেরামকে সম্মান করে, তাকে ভোট দেওয়া যায়,কিন্তু দাড়ি-টুপি পরা কেউ যদি সাহাবায়ে কেরামের অসম্মান করে, তবে তাকে ভোট দেওয়া জায়েজ নয়: মনির কাসেমী শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “আজমতে সাহাবা মহা সম্মেলন”। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুনির কাসেমী বলেন, সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তাছাড়া দেশি-বিদেশি শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান),আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী),আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আরো উপস্থিত ছিলেন- বক্তারা সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও দীন প্রতিষ্ঠায় তাদের অসামান্য অবদানের ওপর আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এনএইচ/ |