মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা গাজীপুরে ককটেল ও নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

শিবচরে মাদরাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টা, আলেমদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের শিবচরে আব্দুল খালেক চৌধুরী মাদরাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আলেমরা।

গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উৎরাইল গ্রামে অবস্থিত মাদরাসায় প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশবিরোধী ফরায়েজী আন্দোলনের অমর নেতা হাজী শরিয়ত উল্লাহর ৭ম বংশধর পীরজাদা হযরত মাওলানা হানজালা।

এসময় বক্তারা বলেন, 'দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর যেকোনো ধরনের জুলুম-অপচেষ্টা রুখে দিতে আলেম সমাজের লোকজনদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এগিয়ে আসতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা হানজালা বলেন, 'উৎরাইলের এই এতিমখানা ও মাদরাসার পাশে আমরা রয়েছি। কোনো দুষ্কৃতিকারী এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে এলে আমরা সবাইকে নিয়ে রুখে দাঁড়াবো। এখানে ছোট ছোট বাচ্চারা কুরআন শিক্ষা নিচ্ছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব এখন আমাদের। কেউ যদি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে আসে তবে তাদের রুখে দিতে হবে।'

মাদরাসার দায়িত্বররত প্রধান পরিচালক রোকন উদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় সালাউদ্দিন চৌধুরীর স্ত্রী রত্না বেগম স্বামীকে প্ররোচিত করে একটি সংঘবদ্ধ চক্র মাদরাসায় একবার তালাবদ্ধ করে। দুইবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর মাদরাসার শিক্ষকের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। মাদরাসাটি যাতে বন্ধ হয়ে যায় এই অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ