বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শতাধিক আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে মনোয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী।

তিনি দেশের প্রখ্যাত আলেম মাওলানা ফয়জুল হক আমিনী রহ.-এর দৌহিত্র। মুফতি আমিনী এই আসন থেকেই ২০০১ সালে চারদলীয় জোটের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপি ছেড়ে দিতে পারে বলে আলোচনা রয়েছে। এই আসনে জমিয়ত থেকে নির্বাচন করবেন বিশিষ্ট আলেম ও হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী করেছে হাফেজ গড়ার কারিগর শায়খ নেছার আহমদ আন-নাছিরীকে। যদিও এই আসনে শেষ পর্যন্ত আট দলের হয়ে কে লড়বেন তা এখনো নির্ধারিত হয়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ