রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৫ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহলে হাদীস যুব সংঘের কমিটি গঠন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন উত্তরা পশ্চিম থানা আহবায়ক কমিটির গঠন বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এর আত্মপ্রকাশ খাগড়ছড়িতে সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ১২ই আগষ্ট নোয়াখালীতে হিযবুত তওহীদ এর সকল কার্যক্রম বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে মহেশখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাংলাদেশ খেলাফত মজলিস ৭নং জগদল ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন  ঝিনাইদহ সীমান্তে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪৩ আসনে প্রার্থী ঘোষণা করল জমিয়ত

খাগড়ছড়িতে সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, (খাগড়াছড়ি প্রতিনিধি)

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে জেলা-উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আদালত সড়ক হয়ে সেলিম ট্রেড সেন্টার ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক এর সঞ্চালনায় ও প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল আলম,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস, সহ-সভাপতি কানন আচার্য প্রমূখ বক্তব্য রাখেন ।

বক্তব্যে সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, ঝুঁকিহীন পরিবেশসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, সারাদেশে সাংবাদিক হত্যার তালিকা দীর্ঘ হচ্ছে। একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতনসহ মামলায় জর্জিরত হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠ বিচার হলে অপরাধীরা তাদের দু-সাহস দেখাতে পারতো না।

যারা দেশ ও জনগণের কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছে সে পেশাজীবি সাংবাদিকদের এ নির্মম হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না।

তাই অতিতের সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিতসহ বৃহস্পতিবার গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিক নেতারা।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ