শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ মানবাধিকার অফিস অনুমোদন ২৪এর শহীদদের রক্তের সাথে গাদ্দারি:মাওলানা মুজিবুর রহমান হামিদী আফগানিস্তানের তুরগন্দি-হেরাত রেলওয়ে প্রকল্পে ৫০ কোটি ডলার বিনিয়োগের নতুন চুক্তি স্বাক্ষর ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির  ৪৫ বছরের ইমামকে মুসল্লিদের রাজকীয় বিদায় দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’

সমাজসেবায় ব্যাপক সাড়া ফেলেছে “নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরাম”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সমাজসেবা মুলক কাজের মাধ্যমে ফরিদপুরে ব্যাপক সাড়া ফেলেছে “নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরাম” নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসচ্ছল, অসহায়, দুস্ত এবং নিপিড়ীত মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবক সংগঠনটি। যার ফলে প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।

বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১৬৯ জন। যাদের অধিকাংশই ওলামা মাশায়েখ মতাদর্শী।

২০২৩ সালের ২৯ শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি।

সম্প্রতি ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুটি কাজী বাড়িতে সংগঠনটির সদস্যরা প্রথম সভায় স্বশরীরে উপস্থিত হয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

যেখানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট  ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবাস থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী , সহ সভাপতি মাওলানা কাজী কামরুজ্জামান, সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মাসরুর আহমাদ, সহকারী সম্পাদক মুফতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুফতি নাজমুল হাসান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মোল্লা মোহাম্মাদ জিকরুল্লাহ সহ অন্যান্যরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ