সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

ফরিদপুর জেলা শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠানকারী ইমামদের সম্মাননা প্রদান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম দের থেকে জেলা-বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল সারে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন এর সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন (এমএসএস) এর হাতে 'ফরিদপুর জেলা শ্রেষ্ঠ ইমাম' এর সম্মাননা স্মারক, সনদ পত্র ও চেক তুলে দেন। 

বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. সাখাওয়াত হোসেন জেলার ভাঙ্গা উপজেলার সন্তান। 


এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ফিল্ড অফিসার মো. রাসেল, সদর ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইউনুস মন্ডল, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ সহ জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. আলম হোসেন। 

সবশেষে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মো. তবীবুর রহমান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন।

উল্লেখ্য যে, ২০১৭-১৮ অর্থবছর হতে ২০২২ ২৩ অর্থবছর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয় থেকে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠান কারী ইমামদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক বিতরণ অনুষ্ঠান হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ