বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইরানে বিভাজন সৃষ্টির কৌশল ব্যর্থতার পথে: আমেরিকান ওয়েবসাইট গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ইসরায়েলের গণহত্যায় সহযোগী ৪৮ কোম্পানির নাম প্রকাশ মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৮৮ জনকে পুশইন বিএসএফের ফ্রিজে বৈদ্যুতিক শক: কারণ ও করণীয় তিন বছর পর ফের চালু হচ্ছে মারকাযুদ্দাওয়াহ’র মাসিক মজলিস কওমী মাদরাসার ছাত্রদেরকে দেশ সচেতন  নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত পি আর পদ্ধতি নির্বাচন : জনগণ কীভাবে দেখছে

২৭ অক্টোবর সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে আগামী শুক্রবার (২৭ অক্টোবর) সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দাবিতে আগামী ৩ নভেম্বর জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

দাবিগুলো- সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিল।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। দলটির ঘোষিত ৩ নভেম্বর মহাসমাবেশ সফলে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে এ সভায়র আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বিরোধীদলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সরকারও পাল্টাকর্মসূচি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সরকার চাইলে যে কোনো কর্মসূচি পালন করতে পারে। কিন্তু একই দিনে পাল্টা কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা করা কাম্য নয়।

হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রতিহিংসার রাজনীতির কবল থেকে বের হয়ে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ইসলামী আন্দোলন দেশে আদর্শিক পরিবর্তনে কাজ করছে।

উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম আল আমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ