মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

কবিরাজির কথা বলে ডেকে নিয়ে ইমামের মোটরসাইকেল চুরি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে কবিরাজির কথা বলে ডেকে নিয়ে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। বুধবার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে জামিল আহমদ (২৩) ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মাহিন আহমদ পনাইরচক জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। তিনি কবিরাজিও করেন। তার বাড়ি বড়লেখা উপজেলার মাইজগ্রামে।

তিনি জানান, চাচাতো বোনের অসুস্থতার কথা বলে মাহিন আহমদকে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকাদক্ষিণ বাজারে আসার জন্য অনুরোধ করেন আরিফ মিয়া। তার কথামতো মাহিন আহমদ নিজ মোটরসাইকেল নিয়ে ঢাকাদক্ষিণ বাজারে যান। মাহিনকে কবিরাজির কথা বলে বাড়িতে নিয়ে যান জামিল আহমদ।

কবিরাজির জন্য রুমে নিয়ে বসানোর কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে কবিরাজ মাহিন দেখেন তার মোবাইল ও মোটরসাইকেল দুটোই হাওয়া। এ সময় ওখানে উপস্থিত আরিফ, ফাহিম ও জামিলকে জিজ্ঞাসা করলে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে বিদায় করে দেন। খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই দুই চোরসহ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ