সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
২০২৬ সালে সরকারি যত ছুটি পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি: ওমর আবদুল্লাহ যুদ্ধবাজ ইসরাইলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি ‘ জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ: প্রেস সচিব  ছেলে ছাত্রদল, সম্পর্ক ছিন্নের ঘোষণা জামায়াত প্রার্থীর ২০১৪ সালে গাজায় নিহত সেনা কর্মকর্তার মরদেহ ফেরত পেল ইসরায়েল ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত  মৃত্যু উপত্যকায় পরিণত সুদানের এল-ফাশার, ৮৯ হাজার মানুষ বাস্তুচ্যুত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূতদের জয়জয়কার প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যে প্রস্তাব গেল মন্ত্রণালয়ে

ঢাকা এয়ারপোর্ট এলাকায় দাওয়াতুস সুন্নাহ’র ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে ঢাকার এয়ারপোর্ট এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) মারকাযুশ শরীয়া লিলবুহুসিল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলে।

ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। উদ্বোধন করেন দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের মুরুব্বী, লালবাগ মাদ্রাসার প্রবীণ মহাদ্দিস ও শুরা সদস্য মাওলানা জসীম উদ্দিন।

চিকিৎসা সেবা প্রদান করেন তিনজন অভিজ্ঞ ডাক্তার—পিজি হাসপাতালের মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. এম শিহাব উদ্দিন, মিটফোর্ড মেডিক্যাল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শরীফ মো. আল আমিন রেজা এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. নুরুল আমিন হাওলাদার। এছাড়াও মুফতি আব্দুল্লাহ আল মাহফুজ, নার্সিং অফিসার রাশেদ সাহেব ও সাজ্জাদ হোসাইন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেন, “আলহামদুলিল্লাহ! এটি আমাদের চতুর্থ মেডিকেল ক্যাম্প। এই আয়োজনের মাধ্যমে অবহেলিত ও অসহায় মানুষের কাছে কিছুটা হলেও মানবিক সেবা পৌঁছে দিতে পেরেছি। আমাদের লক্ষ্য হলো শরীর ও আত্মা উভয়ের চিকিৎসা সমাজের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া।”

তিনি আরও মারকাযুশ শরীয়া লিলবুহুসিল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুফতি শিহাব উদ্দিন ও তার ছাত্র-শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই মাদরাসার সহযোগিতার কারণেই এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ