হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের কমিটি গঠিত হয়েছে। এতে মুফতি সালাউদ্দিনকে সভাপতি, মুফতি ইমরানুল বারী সিরাজীকে সাধারণ সম্পাদক, মুফতি এহতেশামুল হক সাখীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল হালিমকে অর্থ সম্পাদক ও মুফতি আসাদুল্লাহ জাকিরকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে সংগঠনটির পল্টন জোনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের আহবায়ক মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান ও সদস্য সচিব মুফতি এহতেশামুল হক সাখির সঞ্চালনায় এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদ মুফতি জাবের কাসেমী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরিফ উল্লাহ, মুফতি মাহবুবুল আলম ও মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।
পল্টন জোনের প্রধান উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন রাব্বানী ও অন্যান্য উপদেষ্টাগণ হচ্ছেন মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা আব্দুল হাফিজ কাসেমী, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আফসার আহমদ, মাওলানা মামুনুর রশীদ, হাজী মোহাম্মদ আব্দুল গাফফার, আলহাজ্ব রুহুল আমিন, হাজী আবুল কাশেম, মাওলানা আব্দুল মোতালিব, উবাইদুর রহমান, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, আলহাজ্ব মোঃ জাকির হোসেন।
হাআমা/