বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা সংসদ ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ মহিলা মাদরাসাগুলোকে বেফাকের অধীনে সুসংগঠিত করতে হবে: মুফতি আশরাফুজ্জামান কারাগার কেবলই শাস্তির স্থান নয়,  সংশোধনাগারও: ধর্ম উপদেষ্টা রাজনীতিতে শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নেবে: পীর সাহেব চরমোনাই কোরআনে যেসব প্রাণীর নাম বর্ণিত হয়েছে যেসব সুযোগ-সুবিধা পান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা খেলাফত মজলিস বার্মিংহাম শাখার মজলিসে শুরার অধিবেশন 

হেফাজতের পল্টন জোনের সভাপতি সালাহ উদ্দিন, সম্পাদক সিরাজী ও সাংগঠনিক সাখী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের কমিটি গঠিত হয়েছে। এতে মুফতি সালাউদ্দিনকে সভাপতি, মুফতি ইমরানুল বারী সিরাজীকে সাধারণ সম্পাদক, মুফতি এহতেশামুল হক সাখীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল হালিমকে অর্থ সম্পাদক ও মুফতি আসাদুল্লাহ জাকিরকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে সংগঠনটির পল্টন জোনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের আহবায়ক মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে  ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান ও সদস্য সচিব মুফতি এহতেশামুল হক সাখির সঞ্চালনায় এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদ মুফতি জাবের কাসেমী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরিফ উল্লাহ, মুফতি মাহবুবুল আলম ও মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

পল্টন জোনের প্রধান উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন রাব্বানী ও অন্যান্য উপদেষ্টাগণ হচ্ছেন মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা আব্দুল হাফিজ কাসেমী, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আফসার আহমদ, মাওলানা মামুনুর রশীদ, হাজী মোহাম্মদ আব্দুল গাফফার, আলহাজ্ব রুহুল আমিন, হাজী আবুল কাশেম, মাওলানা আব্দুল মোতালিব, উবাইদুর রহমান, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, আলহাজ্ব মোঃ জাকির হোসেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ