রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা হাসিনার পতনের পেছনে আল্লাহর গজব দেখছেন কাদের সিদ্দিকী

শহীদ আরমান দিবস, কী ঘটেছিল ৩১ বছর আগের এই দিনে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

আজ শহীদ আরমান দিবস। ঠিক ৩১ বছর আগের এই দিনে (৩০ জুন) কিশোরগঞ্জে নাস্তিক-মুরতাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন স্কুলপড়ুয়া তরুণ আরমান। সেই সময় ঘটনাটি দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আজও শহীদ আরমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে দেশবাসী। এদেশে যতদিন ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব থাকবে ততদিন শহীদ আরমান তাদের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবেন। 

জানা যায়, ১৯৯৪ সালের ৩০ জুন ছিল বৃহস্পতিবার। কুখ্যাত নারীবাদী ও ইসলামবিদ্বেষী লেখিকা তাসলিমা নাসরিনবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। তৌহিদি জনতা সেদিন সারাদেশে হরতালের ডাক দেয়। পালিত হয় নজিরবিহীন হরতাল। 

সারাদেশের মতো আলেম-উলামা অধ্যুষিত কিশোরগঞ্জেও সেদিন কড়া হরতাল পালিত হয়। শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেন তৌহিদি জনতা। তখন রাষ্ট্রক্ষমতায় বিএনপি। অন্যান্য সরকারের মতো যথারীতি তৌহিদি জনতাকে দমানোর চেষ্টা করে পেটোয়া বাহিনী পুলিশ। দুপুরের পরপর শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় মিছিলে গুলি করে পুলিশ। সেই গুলিতে আরমান লুটিয়ে পড়েন মাটিতে। তার তাজা খুনে রঞ্জিত হয় কিশোরগঞ্জের রাজপথ। 

শহীদ আরমানের বাসা ছিল শহরের পুরান থানা এলাকায়। শহীদি মসজিদের পাশেই। তিনি শহরের আজিম উদ্দিন সরকারি হাইস্কুলে পড়াশোনা করতেন। তবে তার বেশির ভাগ বন্ধুবান্ধব ছিল জামিয়া ইমদাদিয়ার। তিনি নিয়মিত নামাজ পড়তেন শহীদি মসজিদে। সেই বয়সেই ইসলামী ছাত্র মজলিসের সঙ্গে জড়িয়ে যান। মূলত সেখান থেকেই তার মধ্যে শহীদ হওয়ার তামান্না জাগে। 

সেই সময়ে শহীদ আরমানকে যারা কাছ থেকে দেখেছেন তারা বলেন, আরমান শহীদ হওয়ার আগের দিন জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিম মাওলানা সালাহুদ্দিন সাহেবের কাছে জানতে চান, নাস্তিক-মুরতাদবিরোধী আন্দোলনে গিয়ে মারা গেলে কি শহীদ হবে? মাওলানা সালাহুদ্দিন জবাব দেন- হঁ্যা হবে। এই কথাটি কিশোর আরমানের মনে দাগ কাটে। সেদিন তার মা বারবার মান করছিলেন বের হতে। কিন্তু কোনো বারণই তাকে রুখতে পারেনি। তিনি মিছিলে যান এবং পুলিশের গুলিতে শহীদ হন। 

জামিয়া ইমদাদিয়ার ফারেগ মাওলানা গাজী আশরাফ আলী সেদিন শহীদ আরমানের পাশেই ছিলেন। তিনিও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন। সেখান থেকেই গাজী উপাধি যুক্ত হয় তার সঙ্গে।  সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সেদিন আমরা মিছিল করে বাসায় ফিরছিলাম। হঠাৎ গৌরাঙ্গবাজারের দিকে পুলিশের লাঠিচার্জের কথা শুনতে পেলাম। আমি আর আরমান প্রায় সমবয়সী। আরমান বলল, ইসমাঈল হুজুরকে পুলিশ মারধর করছে। চল, দেইখা আসি। আমরা যখন ব্যাপারটা দেখতে জামিয়া ইমদাদিয়া পেরিয়ে জনতা ব্যাংকের সামনে এলাম, ঠিক তখনই গোলাগুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই আরমান গুলিবিদ্ধ হলো, আমিও পড়ে গেলাম মাটিতে। তারপর আর কিছুই জানি না। সুস্থ হওয়ার পর জানতে পারি আরমান আর নেই। আল্লাহর দয়ায় আমি এখনো বেঁচে আছি।’ 

পরদিন শহীদ আরমানের লাশ নিয়ে শহরে মিছিল বের হয়। ঐতিহাসিক শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয় বিশাল জানাজা। সেই জানায় কিশোরগঞ্জের আলেম-উলামা ছাড়াও ঢাকা থেকে অনেক আলেম-উলামা শরিক হন। জনতার চাপে তৎকালীন বিএনপি সরকার অভিযুক্ত পুলিশকে চাকরিচ্যুত করে। এই হত্যার বিচারের আশ্বাসও দেওয়া হয়। তবে সেই বিচার আর আলোর মুখ দেখেনি। শহীদ মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় শহীদ আরমানকে। দীনের জন্য, কুরআনের সম্মান রক্ষায় শহীদদের তালিকায় আজও উজ্জ্বল হয়ে আছেন শহীদ আরমান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ