শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

পাণ্ডুলিপি পাঠাতে আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

লেখক-গবেষক ও অনুবাদকদের কাছে পাণ্ডুলিপি পাঠাতে আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আগ্রহী লেখকদের নির্দিষ্ট বিষয়ে অফিস সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধও জানায় সরকারি এই প্রতিষ্ঠানটি।

ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম-৩য় পর্যায় প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম- ৩য় পর্যায় প্রকল্পের আওতায় আল-কুরআন ও তাফসীর সম্পর্কিত, হাদীস ও হাদীস সম্পর্কিত, সীরাতে রাসুলুল্লাহ (সা), ইসলামের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইসলামী আইন, ফিকাহ্, অর্থনীতি, সমাজনীতি, দর্শন, রাষ্ট্রনীতি, বিজ্ঞান, স্থাপত্যকলা, পরিবেশ, মানবাধিকার, মনীষীদের জীবনী ও শিশু সাহিত্য ইত্যাদি বিষয়ে মৌলিক ও গবেষণামূলক পুস্তক প্রকাশ করা হয়ে থাকে। এসব বিষয়ে লেখক, অনুবাদক ও গবেষকদের নিকট থেকে সুলিখিত, তথ্য নির্ভর ও মানসম্পন্ন পাণ্ডুলিপি আহ্বান করা যাচ্ছে।

পান্ডলিপি পাঠাতে যেসব শর্ত আরোপ করেছে ইফা:

  • পাণ্ডুলিপি কম্পোজকৃত হতে হবে।
  • কম্পোজকৃত পাণ্ডুলিপির ২ কপি (হার্ড ও সফট কপিসহ) জমা দিতে হবে।
  • এর সাথে লেখক/গবেষকদের পূর্ণাঙ্গজীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক আবেদন করতে হবে।

উল্লেখ্য, পাণ্ডুলিপি জমা হওয়ার পর বিষয়াবিজ্ঞ রিভিউয়ার দ্বারা মান যাচাইয়ের পর সংশ্লিষ্ট পুস্তক নির্বাচন কমিটি কর্তৃক অনুমোদিত হলে তা গ্রন্থাকারে প্রকাশ করা হয়।

পান্ডলিপি পাঠানোর যোগাযোগ ঠিকানা:
মোহাম্মদ তৌহিদুল আনোয়ার
প্রকল্প পরিচালক, ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম-৩য় পর্যায়।
আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন (১০ম তলা)।
ফোন-০২২২২২১৮৩৯১

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ