সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

পাণ্ডুলিপি পাঠাতে আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

লেখক-গবেষক ও অনুবাদকদের কাছে পাণ্ডুলিপি পাঠাতে আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আগ্রহী লেখকদের নির্দিষ্ট বিষয়ে অফিস সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধও জানায় সরকারি এই প্রতিষ্ঠানটি।

ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম-৩য় পর্যায় প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম- ৩য় পর্যায় প্রকল্পের আওতায় আল-কুরআন ও তাফসীর সম্পর্কিত, হাদীস ও হাদীস সম্পর্কিত, সীরাতে রাসুলুল্লাহ (সা), ইসলামের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইসলামী আইন, ফিকাহ্, অর্থনীতি, সমাজনীতি, দর্শন, রাষ্ট্রনীতি, বিজ্ঞান, স্থাপত্যকলা, পরিবেশ, মানবাধিকার, মনীষীদের জীবনী ও শিশু সাহিত্য ইত্যাদি বিষয়ে মৌলিক ও গবেষণামূলক পুস্তক প্রকাশ করা হয়ে থাকে। এসব বিষয়ে লেখক, অনুবাদক ও গবেষকদের নিকট থেকে সুলিখিত, তথ্য নির্ভর ও মানসম্পন্ন পাণ্ডুলিপি আহ্বান করা যাচ্ছে।

পান্ডলিপি পাঠাতে যেসব শর্ত আরোপ করেছে ইফা:

  • পাণ্ডুলিপি কম্পোজকৃত হতে হবে।
  • কম্পোজকৃত পাণ্ডুলিপির ২ কপি (হার্ড ও সফট কপিসহ) জমা দিতে হবে।
  • এর সাথে লেখক/গবেষকদের পূর্ণাঙ্গজীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক আবেদন করতে হবে।

উল্লেখ্য, পাণ্ডুলিপি জমা হওয়ার পর বিষয়াবিজ্ঞ রিভিউয়ার দ্বারা মান যাচাইয়ের পর সংশ্লিষ্ট পুস্তক নির্বাচন কমিটি কর্তৃক অনুমোদিত হলে তা গ্রন্থাকারে প্রকাশ করা হয়।

পান্ডলিপি পাঠানোর যোগাযোগ ঠিকানা:
মোহাম্মদ তৌহিদুল আনোয়ার
প্রকল্প পরিচালক, ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম-৩য় পর্যায়।
আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন (১০ম তলা)।
ফোন-০২২২২২১৮৩৯১

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ