সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল, ফ্রি-তে ওমরায় গেলেন ৪ শিক্ষার্থী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান, ময়মনসিংহ:

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় 'সানাবিয়া উলইয়া' জামাতে কৃতিত্বের স্বাক্ষর রাখায়' পবিত্র ওমরা হজ্বের সুযোগ পেয়েছে ময়মনসিংহের 'ফুলপুর আদর্শ মাদরাসা'র চার শিক্ষার্থী। 

মাদরাসা সূত্রে জানা গেছে, গতবছর (৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৫ হিজরি/ ২০২৪ইং) 'ফুলপুর আদর্শ মাদরাসা' থেকে কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে ১০০ জন শিক্ষার্থী, মেধা তালিকায় স্থান পেয়েছে ৪৮ জন। এর মধ্যে 'সানাবিয়া উলইয়া' জামাত থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে চারজন। মো: তারেকুল ইসলাম ৫৭তম, মোহা: আজহারুল ইসলাম ৪৮তম, রাইসুল ইসলাম ৫৯তম ও সাইফ আহমদ ৪৩তম স্থান অর্জন করেছে। 

ফুলপুর আদর্শ মাদরাসা'র প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হযরত মাওলানা আবু রায়হান-এর ঘোষণা ছিল, সানাবিয়া উলয়াতে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের জন্য থাকবে "পবিত্র উমরা" পালন করার সুবর্ণ সুযোগ। সেই ঘোষণা অনুযায়ী সানাবিয়াতে মেধা তালিকায় উত্তীর্ণ চারজনকে ওমরা করানো হচ্ছে।

সেই সাথে শিক্ষার্থীদের পিছনে কঠোর মেহনত করায় মাদরাসার নাজেমে তালিমাত মুফতী আলমগীর হোসেনকেও ওমরাহ আদায় করানো হচ্ছে। গত ৫ই অক্টোবর শনিবার তারা ওমরাহের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।

এছাড়াও অন্যান্য জামাতের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে যথাযথ সম্মাননা।

ফুলপুর আদর্শ মাদরাসার মুহাদ্দিস মুফতী শামসুল হক আওয়ার ইসলামকে জানান, 'উপরের ক্লাসে উঠে সাধারণত শিক্ষার্থীরা ঢাকামুখী হয়ে যায়, এদিক-সেদিক চলে যায়, তাদেরকে জমিয়ে রাখার জন্য এসব উৎসাহের আয়োজন। তারপরও ভালো ছাত্রগুলো রাখা কঠিন হয়ে যায়, এদিক সেদিক ছুটে যায়। আমাদের চেয়ে ভালো কোন প্রতিষ্ঠানে গেলে খুশি হই, ভালো লাগে। কিন্তু কষ্ট লাগে যখন কিছু ছেলে তুলনা মূলক ছোট মাদ্রাসায় ভর্তি হয়।গেলে আমাদের চেয়ে ভালো জায়গায় যাক, কোন আপত্তি নাই, মন খুলে দোয়া করি, তারপরও তাদের জন্যও দোয়া করি, জীবনে সফল হোক,ভবিষ্যৎ উজ্জল হোক'।

তিনি আরও বলেন, 'সানাবিয়া এবং ফযিলত মারহালার জন্য 'পবিত্র ওমরা'র ঘোষণা অব্যাহত আছে, এছাড়া অন্যান্য মারহালায় এক থেকে পাঁচ পর্যন্ত মেধা তালিকায় স্থান পেলে তাদের জন্যও থাকবে "পবিত্র ওমরা" পালনের এই সুযোগ'।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ