সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

দেশবাসীকে যে বার্তা দিলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক। ফাইল ছবি।

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বিগত সরকার শেখ হাসিনার পদত্যাগ ও তার মন্ত্রীসভার বিলুপ্তি মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক গৃহীত হওয়ায় দেশে সরকার শূন্যতা তৈরী হয়েছে। আমরা আশা করব, অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।’

তিনি বলেন, ‘গতকালকের (৫ আগস্ট) গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদি সরকারের পতনের পর দেশে একটি চরম অবস্থা তৈরী হয়েছে। আমাদের সামনে গুরুত্বপূর্র্ণ চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে উতরে যেতে হবে। যাতে বাংলাদেশ নতুন কোনো অশুভ শক্তির ষড়যন্ত্র ও কড়ালগ্রাসের শিকার না হয়।’

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধামুহূর্তে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক চলমান সংকট মুকাবিলায় করণীয় প্রসঙ্গে বলেন, সর্বপ্রথম গোটা দেশজুড়ে চলমান অরাজকতা রুখতে হবে।’

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের জাতীয় স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ কারো বক্তিগত নয়, এগুলো রক্ষা করা জরুরি।’

নিজ দল বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের দায়িত্বশীল নেতাকর্মীকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।

এসময় তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সকল আলেমসমাজের প্রতি আহ্বান জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ যেন কেউ নিতে না পারে সেজন্য আলেমসমাজ ও সাধারণ সচেতন মুসলিম জনতাকে পাহারায় নিযুক্ত হওয়ার আহ্বান জানান।

মাওলানা মামুনুল হক বলেন, ‘অনেক প্রাণহানি ঘটেছে। শাহাদাতবরণকারী সকলের জন্য শাহাদাত কবুল হওয়ার দোয়া করব। ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়াবো’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ