সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

নবী অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয় : শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ। ছবি: ফেসবুক প্রোফাইল

|| হাসান আল মাহমুদ ||

নবী অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশের ইসলামি স্কলার বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘নবী-অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয়। পূর্বের ভুলকে এড়িয়ে না গিয়ে তাওবা করতে হবে। নতুবা তার প্রতি এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ ও শাস্তি-দাবি অব্যাহত থাকবে’।

১০ জুলাই বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা বলেন।

তাঁর মতে, ‘ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া কোনো কর্মকর্তা এমন জঘন্য নবীবিদ্বেষ লালন করবে, এই অনাচার চলতে পারে না।’

নবী অবমাননাকারীর শাস্তি দাবি জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। নবীজী (সা.) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করা একজন লোক কীভাবে পুলিশ অফিসার হয়, সেটা বোধগম্য নয়। তার ব্লগের লেখা ও মন্তব্যগুলো প্রতিটি নবীপ্রেমীর হৃদয়কে চৌচির করেছে। চিহ্নিত ধর্মবিদ্বেষী ও নবী অবমাননাকারী এই লোক পুলিশ বাহিনীর জন্য কলঙ্কের। তার বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি বলেন, ‘যদিও অতি-সম্প্রতি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেকে মুসলমান দাবি করেছেন। কিন্তু ব্লগে তার যে নবীবিদ্বেষী লেখা এদেশের হাজার হাজার মানুষ দেখেছে, তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। তিনি যদি পূর্বের অবস্থান থেকে ফিরে আসেন, আমরা অবশ্যই তার এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানাব। কিন্তু পূর্বের কৃত ভুলের ব্যাপারে বোধোদয় হলে সে বিষয়ে চুপ থাকা কেন?’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ