শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে গেলো রাজধানীর মিরপুর-১২ মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মে) বের হয়ে আজ রবিবার (২৬ মে) সকালে ফিরে আসে দাওয়াত ও তাবলীগের মারকায হিসেবে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদরাসা দারুর রাশাদ’র শিক্ষক-শিক্ষার্থীদের জামাত।

মাদরাসা কর্তৃপক্ষ থেকে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান কিতাব বিভাগের সকল ছাত্র ও শিক্ষককে তিন দিনের জন্য দাওয়াত ও তাবলীগে বের হওয়ার ব্যবস্থা করেছেন’।

মোট ২০ টি জামাত বের হয়েছে। প্রতিটি জামাতে ২০-২২ জন করে সাথী রয়েছে।

মিরপুরের বিভিন্ন মসজিদে তারা তিন দিন অবস্থান করে মানুষের মাঝে দাওয়াতের কাজ জোরদার করতে ভূমিকা আঞ্জাম দেন।

এ বিষয়ে মাদরাসাটির শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী আওয়ার ইসলামকে জানান, আমাদের দারুর রাশাদ থেকে প্রতি বছর কুরবানির আগে ক্লাস বন্ধ করে সকল ছাত্র তিন দিনের জন্য তাবলিগ জামাতে বের হয়। এছাড়া, প্রতি সপ্তাহে ২৪ ঘন্টার জন্য ও ছুটির সময় তিন দিনের জন্য তাবলিগ জামাত বের হয়।

ক্লাস বন্ধ করে জামাত বের হওয়ার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে আলেমরা সর্বাঙ্গীনভাবে জড়িত তো আছেই। এক যোগে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দাওয়াত ও তাবলিগের মেহনতে সম্পৃক্ত থাকার জন্য আমাদের মুহতামিম সাহেব (মাওলানা মুহাম্মাদ সালমান) এ আয়োজনের ব্যবস্থা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ