সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

হেফাজতের জাতীয় সেমিনার সফল করার লক্ষে উত্তরা ও মিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত "বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত" শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনার সফল করার লক্ষে রাজধানীর উত্তরা ও মিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার  (১ মে ২০২৪) সকাল ৭ টায় উত্তরা বাবুস সালাম মিলনায়তনে মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এবং দুপুর ৩ টায় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে হেফাজতের নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভা ‍দুটোতে আগামী ৫ই মে রোববার সকাল ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আয়োজন সফল করার জন্য হেফাজত নেতা কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

জানা যায়, উত্তরা জোনের সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মুফতি মাসুদুল করিম,  মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মাওলানা আনিসুর রহমান, মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি জাবের কাসেমীসহ উত্তরা জোনের নেতৃবৃন্দ।

মিরপুর জোনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা বশিরুল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,  মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা লোকমান মাযহারী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা গাজী ইয়াকুব,  মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম,  মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, মুফতি হামিদ জাহেরী, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা হেলাল উদ্দীন, মুফতি কামাল উদ্দিন কসেমীসহ মিরপুর জোনের নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ