বুধবার, ২২ মে ২০২৪ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১৪ জিলকদ ১৪৪৫

শিরোনাম :

বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

প্রকাশিত হলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। এবারের গড় পাসের হার ৭৬.০৯।

আজ রোববার (১৫ এপ্রিল) দুপুর ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

সারা দেশে মেধা তালিকায় শীর্ষে যারা।।

ফযীলত (স্নাতক): মারহালার পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ফেনী জেলার জামেয়া রশীদিয়া লস্করহাটের মো: আব্দুল কাইয়ূম। তার প্রাপ্ত নম্বর ৭৭০।

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের আবূ উমামা। তার প্রাপ্ত নম্বর ৭৬২।

৩য় স্থান অধিকার করেছে কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম, বরুড়ার মো: রহমত উল্লাহ। তার প্রাপ্ত নম্বর ৭৫৯।

মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) ব্লক-ত, মিরপুর-১২, এর নাদিয়া রহমান। তার প্রাপ্ত নম্বর ৬৬২।

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত, বাড়ি-২০২, রোড-৬ মোহাম্মদপুরের মারজিয়া আক্তার বাহিজা। তার প্রাপ্ত নম্বর ৬৫৯।

৩য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা, আটি ওয়াপদা, সিদ্ধিরগঞ্জের মোসাম্মৎ আয়েশা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৬৫২।

সানাবিয়া'উলয়া (উচ্চ মাধ্যমিক): পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের সালাহুদ্দীন ত্বলহা। তার প্রাপ্ত নম্বর ৬৭৮।

২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া রব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জের মো: ইব্রাহীম হাওলাদার। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানী নগর মো: সাইফুল ৩য় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৭৬।

মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার তালীমুল কুরআন বালিকা মাদরাসা, যাত্রাবাড়ীর মালিহা আক্তার ফাতেমা। তার প্রাপ্ত নম্বর ৬৬১।

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার রামপুরা জাতীয় মহিলা মাদরাসার জান্নাতুল মাওয়া রিপা। তার প্রাপ্ত নম্বর ৬৬০।

৩য় স্থান অধিকার করেছে গাজীপুর জেলার দারুল হিকমাহ মহিলা মাদরাসা, টঙ্গীর মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৬৪৯।

মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক): পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মারকাযু ফয়যিল কুরআন আল-ইসলামী ঢাকা, হরিরামপুর, দারুস সালামের লাবীব মাসরুর। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।

২য় স্থান অধিকার করেছে কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়ার আবু সুফিয়ান। তার প্রাপ্ত নম্বর ৬৮৬ । ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। যথাক্রমে-মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচরের ওমর ফারুক ও নারায়নগঞ্জ জেলার জামিয়া আশরাফিয়া মাদরাসা, শান্তিধারা, ফতুল্লার মো: আবু বকর সিদ্দিক। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৮৫।

মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক): মহিলা শাখা: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ময়মনসিংহ জেলার মুহিউস সুন্নাহ মহিলা মাদরাসা, চকরামপুর, ত্রিশালের জান্নাতুল ফিরদাউস সুবর্ণা। তার প্রাপ্ত নম্বর ৬৭৭।

২য় স্থান অধিকার করেছে যশোর জেলার জামিয়া ইমদাদিয়া মাদানীনগর, মনিরামপুরের মিস জেসমিন আক্তার। তার প্রাপ্ত নম্বর ৬৭৫ । ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩জন। যথাক্রমে- নারায়ণগঞ্জ জেলার রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, জালকুড়ির খাদিজা আক্তার মীম, ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা গলগন্ডা এর ফাতিমা তানজিম নাজিফা ও যশোর জেলার জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মহিলা মাদরাসা, মনিরামপুরের মিস ইয়াসমিন আক্তার। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৪।

ইবতিদাইয়্যাহ (প্রাইমারি): পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া আশরাফিয়া শান্তিধারা, ফতুল্লার মো: আব্দুর রহমান তানভীর। তার প্রাপ্ত নম্বর ৫৯৩।

২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া আশরাফিয়া শান্তিধারা, ফতুল্লার সাহাদ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৫৯২। ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মো: মাহবুব ইসলাম। তার প্রাপ্ত নম্বর ৫৯১।

ইবতিদাইয়্যাহ (প্রাইমারি): মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা, আমলিগোলা, লালবাগের নাফিজা ইসলাম। তার প্রাপ্ত নম্বর ৫৯৪।

২য় স্থান অধিকার করেছে পিরোজপুর জেলার দারুল উলুম বালিপাড়া কওমী মাদরাসা মহিলা শাখা, ইন্দুরকানীর মোসা: সাবিহা। তার প্রাপ্ত নম্বর ৫৯১। ৩য় স্থান অধিকার করেছে পিরোজপুর জেলার দারুল উলূম বালিপাড়া কওমী মাদরাসা মহিলা শাখা, ইন্দুরকানীর আয়শা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৫৯০।

হিফযুল কুরআন: পুরুষ শাখায় ৯৬টি গ্রুপে (প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী) পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

হিফযুল কুরআন: মহিলা শাখায় ৬টি গ্রুপে (প্রতি গ্রুপে ১ম ৩য় স্থান অর্জনকারী) পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই। ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগে ৫টি গ্রুপে (প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী) পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছে অনেকেই।

বিস্তারিত আসছে....

আরো পড়ুন-

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে পাসের হার

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ