বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আবুল হোসেনকে বেপারীকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

গত ৮ এপ্রিল অবস্থান কর্মসূচিতে হামলায় গুরুতর আহত হন নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী।

মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্যদিয়েই তার জবাব দেবে। জনগণের কাছে সরকারের জবাবদিহি করতে হয় না। আওয়ামী লীগ ইতোমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন একটাই, সেটা হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। এছাড়া স্থানীয় নির্বাচন তো আমরা আরও অনেক আগেই বাদ দিয়েছি।’

এলিট ফোর্স র‌্যাবের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘র‌্যাব হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, তারা সরকারের আজ্ঞাবহ। সরকার তাদের যেভাবে বলছে, তারা সেভাবে করছে। র‌্যাবকে তারা ব্যবহার করছে। এখানে মূল দায়িত্বটা এসে পড়ে সরকারের ওপর। এজন্য আমরা সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপি'র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ