মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ঈদুল ফিতরে সরকারি ছুটি ১ দিন বাড়বে কি না জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা ১ দিন বিশেষ ছুটি পাবেন কি না, তা জানা যাবে আজ (১০ এপ্রিল) সোমবার । আজ মন্ত্রিপরিষদের বৈঠকে ২০ এপ্রিল বিশেষ ছুটি থাকছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে বিশেষ ছুটি দেবেন কি না তা চূড়ান্ত হবে। ছুটি ঘোষণা করা হলে টানা ৫ দিন ছুটি পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে কোনো ছুটি দেননি। এবারও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির থাকবে, যার মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার। সরকার এবারের রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে। ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রবিবার) ঈদের নির্ধারিত ছুটি। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। কিন্তু এই শবেবরাত ও ঈদের ছুটির মাঝখানে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। ওইদিন ছুটি ঘোষণা করা হলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

‘ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ