বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক, খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দ তার জন্য শোক প্রকাশ ও দুআ কামনা করে এক শোকবার্তা প্রকাশ করেছে।

বেফাকের বর্তমান মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী সাহেব রহ. আজ ১৫ রমযান ১৪৪৪ হিজরি মোতাবেক ০৭ এপ্রিল ২০২৩ ঈসাব্দ তারিখ রোজ শুক্রবার ইফতারের সময় একটি দ্বীনি মজলিসে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি খেলাফত মজলিসের আমীর ও দেশের বিভিন্ন জামেয়ার ওসতাজ ও শায়খুল হাদীস ছিলেন।

‘বেফাক সভাপতি, সহ-সভাপতিবৃন্দ ও মহাসচিব সাহেব মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর মাগফিরাত ও মহান আল্লাহর নিকট জান্নাতে তাঁর উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন।’

বেফাকের মুরুব্বীগণ শোকবার্তায় বলেন, ‘বর্ণাঢ্য কর্মজীবনে ইসলামী কার্যক্রমের নানা অঙ্গনে জাতি তাঁর অবদান বিস্মৃত হবে না। তাঁর মৃত্যুতে ইসলামী কর্মতৎপরতার ময়দানে সংঘটিত ক্ষতি সহজে পূরণ হবার নয়।’

আরও বলা হয়, ‘বেফাক নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।’

শেষে যোগ করা হয়, ‘আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন, তাঁর জীবনের খিদমাতগুলো কবুল ও মঞ্জুর করুন, তাঁর মাগফিরাত করুন এবং তাঁর তরে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন। আমীন।’

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ