শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

এবার মসজিদে ছবি-ভিডিও নিষিদ্ধ করলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের সব মসজিদে ছবি তোলা ও লাইভ ভিডিও নিষিদ্ধসহ ১০টি নির্দেশনা দিয়েছে সৌদির ধর্ম মন্ত্রণালয়।

গত শুক্রবার মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ আল-আনজি দেশটির বিভিন্ন মসজিদে ইফতার ও ইতিকাফ পালন সম্পর্কিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানান। খবর সৌদি নিউজ।

দেশটির ধর্মমন্ত্রী শায়খ আবদুল লতিফ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, নামাজের সময় ইমাম ও মুসল্লির ছবি তোলা যাবে না। এ ধরনের কাজে মসজিদে ক্যামেরার ব্যবহার এবং নামাজের ভিডিও ধারণ করে কোনো ধরনের যোগাযোগ মাধ্যমে প্রচার পুরোপুরি নিষিদ্ধের আওতায় থাকবে ।

রমজান মাসে মসজিদগুলোতে ইফতারের আয়োজন করা যাবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা যাবে। তবে এক্ষেত্রে ব্যক্তিগত কোনো অনুদান সংগ্রহ করা যাবে না।

ইফতার আয়োজনের ক্ষেত্রে ইমাম ও মুয়াজ্জিন প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন। সেইসঙ্গে প্রতিদিন এশার পর তারাবির নামাজ এবং শেষ ১০ দিন তাহাজ্জুদের নামাজ ও ইতিকাফেরও আয়োজন করা যাবে। তবে ইতিকাফকারীদের সম্পর্কে মসজিদ কর্তৃপক্ষের অবগতি থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তারাবির নামাজ ও দোয়া পরিচালনার ক্ষেত্রে মুসল্লিদের সুবিধার দিকটি বিবেচনা করতে হবে, রমজানের শেষ ১০ দিন তাহাজ্জুদের নামাজ ফজর আজানের আগেই সম্পন্ন করার কথাও বলা হয়।

পবিত্র রমজান মাসে সৌদি আরবের দুই প্রধান মসজিদ বায়তুল্লাহ ও মসজিদে নববিতে বিশ্বের লাখ লাখ মুসল্লি জড়ো হন। এবারও সৌদি কর্তৃপক্ষ ৩০ লাখ মুসল্লি আগমনের সম্ভাবনার কথা বলছেন। তাদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে সৌদি ধর্ম মন্ত্রণালয় এই ১০ দফা নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে মুসল্লিদের সেবায় ১২ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

করোনা মহামারির কারণে দুই বছর মসজিদে ইফতার ও ইতিকাফ কার্যক্রম স্থগিত রেখেছিল সৌদি আরব। গত বছরের রমজানে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ দেশটির সব মসজিদে আবারও সীমিত আকারে রমজান মাসের কার্যক্রম শুরু হয়। এবার তা পুরোপুরিভাবে শুরুর ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ