শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

কানায় কানায় পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর মাদ্রাসা মাঠে আর এক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শুরু হবে। এদিকে জনসভা শুরুর তিন ঘণ্টা আগে বেলা সাড়ে ১০টার মধ্যেই নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। এ সময়ের পর জনসভার দিকে আসা নেতাকর্মীরা আর মাঠের ভেতরে ঢুকতে পারেননি বলে জানা গেছে। তাই নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জনস্রোত ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কগুলোতে।

এর আগে সকাল থেকে বিভাগের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে বিভিন্ন ব্যানার-ফেস্টুন। দুপুর ১২টার মধ্যে রাজশাহী পরিণত হয় মিছিলেন নগরীতে।

মাদ্রাসা মাঠ ও চারপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। সাড়ে ১০টার মধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় নেতাকর্মীরা পাশের ঐতিহাসিক শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে জড়ো হন। বেলা ১১টার মধ্যে ঈদগাহ মাঠও কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুর ১২টার দিকে জনসভাস্থলে আসা জনতার ঢল মাদ্রাসা মাঠ ও ঈদগাহ ময়দান ছাপিয়ে আশপাশের সড়কে ছড়িয়ে পড়ে। বর্তমানে ঘোষপাড়া মোড়, সিঅ্যান্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড়সহ আশপাশের সড়কে হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন।

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থক আবুল হোসেন বলেন, ‘আমার নেতৃত্বে নাটোর থেকে ১০ হাজার নেতাকর্মী রাজশাহীর ঐতিহাসিক জনসভায় এসেছেন। আমরা পৌঁছে দেখি মাদ্রাসা মাঠ ও ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ। তাই বাধ্য হয়ে ঈদগাহ মাঠের রাস্তায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণ শোনার জন্য অপেক্ষা করছি।’

এদিকে সকালেই রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে প্রবেশ করেছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজশাহীর বিভিন্ন উপজেলাসহ বিভাগের অন্যান্য জেলা থেকে আসা নেতাকর্মীরা মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকার ছুটছেন। এলাকা ভেদে বিভিন্ন রঙের শার্ট, টি-শার্ট ও টুপি পরে নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে তারা জনসভাস্থলের দিকে রওনা দিয়েছেন।

আর নেতাকর্মীদের একের পর এক স্লোগানে মাদ্রাসা মাঠের আশপাশের এলাকা মুখর হয়ে উঠেছে। জনসভাস্থল ছাড়াও রাজশাহী মহানগরীর প্রতিটি সড়ক লোকে লোকারণ্য হয়ে গেছে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘আমরা প্রচারে বলেছিলাম, রাজশাহীর এ জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। দুপুর না গড়াতেই উপস্থিত জনতা সারা দেশের মানুষকে তা জানান দিয়েছে। এরই মধ্যে পুরো রাজশাহী নগরী জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। তার কোনোকিছু চাওয়ার নেই। একটাই চাওয়া—জনগণের উন্নয়ন এবং তিনি তা করে দেখিয়েছেন। তাই রাজশাহীবাসী তাকে ভালোবেসে বিশাল জনসমুদ্র তৈরি করে তাকে ‘সারপ্রাইজ’ দিতে এসেছে।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতাকর্মীদের ভিড়ে মাঠে তিল ধারণে ঠাঁই নেই। পাশের ঈদগাহ মাঠেও একই অবস্থা। আশা করছি, বিকেল ৩টা নাগাদ পুরো রাজশাহী মহানগরীতে তিল ধারণের জায়গা থাকবে না। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন। সকাল সাড়ে ১০টার পর থেকে জনসভাস্থলে গণসংগীত শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনসভা। স্থানীয় নেতারা ভাষণ দিচ্ছেন। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠেছেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ