মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তুরস্কে বিক্ষোভ

মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মজলুম মানুষের আহাজারিতে চারিদিক ভারী হয়ে উঠেছে। বিভিন্ন জনপদে ক্ষমতাসীনদের ক্ষমতা, আধিপত্য টিকিয়ে রাখতে জনগণের উপর শোষণ জুলুমের স্টীম রোলার চালাচ্ছে। মানব রচিত বিভিন্ন মতবাদের পরীক্ষা-নীরিক্ষা হয়েছে কিন্তু মানুষের মুক্তি আসেনি।

ক্ষমতাসীনদের জুলুম-শোষণ থেকে মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। মানুষের দুনিয়ার কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত মজলিসের সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই প্রচন্ড শীতে মধ্যেওে বহু মানুষ স্টেশনে, রাস্তাঘাটে খোলা আকাশের নীচে রাত্রি যাপন করছে। শীতবস্ত্র নিয়ে এসব শীতার্ত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার সকাল ৯টা থেকে পল্টনস্থ মজলিস মিলনায়তনে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সভাপতিত্বে ও সহকারী প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক একেএম মাহবুবব আলমের পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে প্রধান আলোচক ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, দারস এ কুরআন পেশ করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো:মিজানুর রহমান, সহকারী প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ