সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

পবিত্র কাবা দেখতে মক্কায় শিশুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কাবাঘর দেখতে পবিত্র মসজিদুল হারামে শিশুদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের এই আয়োজনে অংশ নেয় মক্কার আল-ফিকর আল-মাওয়াহেব সেন্টার ও আল-আবনা আল-নুজাবা স্কুল সেন্টারের শিশুরা।

জেনারেল প্রেসিডেন্সির নারী বিভাগের কর্মকর্তা নুফ হাউসাবি বলেন, শিশুদের শিক্ষার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে এই ভ্রমণের আয়োজন করা হয়েছে। এ সময় তাদের কাছে পবিত্র কাবাঘর, মসজিদুল হারাম ও ইসলামের সম্মানিত স্থানগুলোর গুরুত্ব তুলে ধরা হয়।

মসজিদে প্রবেশের শিষ্টাচার শিক্ষাদান এবং নবী-রাসুল ও সাহাবিদের গল্প শোনানোর পাশাপাশি বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নেয় তারা। শিশুদের কাছে পবিত্র কোরআনের সুরা ফাতিহা পাঠ করে শোনা হয়। তাদের কাছে এই সুরা পাঠ ও শোনার গুরুত্ব তুলে ধরেন পবিত্র মসজিদুল হারামের এক শিক্ষিকা।

তিনি আরও জানান, গ্র্যান্ড মসজিদের মর্যাদার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সামাজিক কার্যক্রমের সঙ্গে অভ্যস্ত করাই এই উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রে সামাজিক কমিউনিটির সঙ্গে মসজিদের সম্পর্ক উন্নয়নে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। মক্কায় শিক্ষার্থীদের ইন্টারেক্টিভ কার্যক্রমের শিক্ষক ইবরাহিম ওবাইদিন বলেন, সামাজিক কর্মসূচির মাধ্যমে অনেক কিছু শেখার রয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। পবিত্র মসজিদে আগত নারী ও পুরুষ মুসল্লিদের জন্য নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ শেখার ব্যবস্থা রয়েছে।

জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানগুলো পরিচালিত হয়। পবিত্র মসজিদ, জাদুঘর ও ঐতিহাসিক ইসলামী স্থাপনাগুলো ভ্রমণের পাশাপাশি শিশুরা মুসল্লি ও ওমরাহযাত্রীদের সেবা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ