বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

ফাতেমা অর্পার ইসলাম গ্রহণ ও দুটি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউর রহমান: ইসলাম গ্রহণ করার পরও বাবা-মার সাথে যোগাযোগ রক্ষা করা ইসলামে অনুমোদিত৷ ভিন্ন ধর্মাবলম্বী হলেও তাদের সাথে সদাচরণ করতে ইসলাম উৎসাহিত করেছে৷

এমনকি ইসলাম গ্রহণকারী সন্তানের ভিন্ন ধর্মাবলম্বী পিতা-মাতাকে তার 'পিতা-মাতা'র স্বীকৃতি ও মর্যাদা দিয়েছে৷ যদিও আল্লাহর হুকুমবিরোধি কোনো হুকুম মানার অনুমতি নেই৷

সুতরাং ফাতেমা অর্পার বাবা-মা তাদের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলছেন এই আশঙ্কা করার কোনো অর্থ নেই৷ এটা তাদের বোঝানো উচিত৷ জোরজবরদস্তি করে ধর্ম গ্রহণও করানো যায় না৷ বুঝে-শুনে ধর্ম ত্যাগ করতে চাইলে জোর করে রাখাও যায় না৷

এদেশে অসংখ্য মুসলিম নর-নারীকে ভুলভাল বুঝিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে সংবিধান ও আইনের সুযোগে ধর্মান্তরিত করা হচ্ছে, সে আইনেই ফাতেমা অর্পা ইসলাম গ্রহণ করেছে৷ এবং সে আইনই তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে৷

সুতরাং ফাতেমা অর্পাকে স্বাধীনভাবে তার ধর্ম পালনের ব্যবস্থা ও নিরাপত্তা দেয়া রাষ্ট্রের আইনগত দায়িত্ব৷ অন্য সকলের তার পক্ষে থাকা ও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করা নৈতিক ও ঈমানী দায়িত্ব৷

নিঃসন্দেহে নতুন হেদায়াতপ্রাপ্ত ইসলাম গ্রহণকারী ভাই-বোনেরা আমরা গোনাহগার মুসলিমদের চাইতে উত্তম৷ কেননা ইসলাম গ্রহণ করার পর তাদের পেছনের সকল গোনাহ মাফ হয়ে গেছে৷ এমন নিষ্পাপ বান্দা-বান্দি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়৷

অনেক ঝড়-ঝাপ্টা, কুরবানি ও পরীক্ষার পর রয়েছে তাদের জন্য মহা সুসংবাদ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ