সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা

সত্যিকারের স্বাধীনতা চাই, যেখানে পাকিস্তানের সিদ্ধান্ত নিজেরাই নিবো: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেন, আমরা সত্যিকারের স্বাধীনতা চাই, যেখানে পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তানীরাই নিতে পারে।

ইমরান খান লং মার্চ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি বলেছেন, সত্যিকারের আজাদী মার্চ লিবার্টি চক থেকে আগামীকাল ১১টায় শুরু হচ্ছে।

ইমরান খান বলেন, বাইরে থেকে পুতুল সরকার চাপানো বন্ধ না হওয়া পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আন্দোলন চলবে।

তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান বলেন, এই লংমার্চ কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এই লংমার্চ কারো সরকারের পতন বা পতনের জন্য নয়, এই লংমার্চ ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতার পর প্রকৃত স্বাধীনতার জন্য।

তিনি আরও বলেন, আমরা সত্যিকারের স্বাধীনতা চাই যেখানে পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তানীরাই নেয়, আমরা চাই প্রকৃত স্বাধীনতা যেখানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া পুতুলরা সিদ্ধান্ত না নেয়।

তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান আরও বলেন, সত্যিকারের আজাদি মার্চের আন্দোলন চলবে যতক্ষণ না জনগণ তাদের সিদ্ধান্ত নিতে দেবে, আমরা প্রকৃত স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না ক্ষমতায় আসার বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

এর আগে লাহোরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেছিলেন, আমি আগামীকাল থেকে পদযাত্রার ঘোষণা দিচ্ছি, এই লংমার্চকে রাজনৈতিক বিবেচনা করা উচিত নয়, এটিকে স্বাধীনতা হিসাবে বিবেচনা করা উচিত। সূত্র: আল হেলাল মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ