শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা মাহাথির মোহাম্মদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মাহাথির জানান, মালয়েশিয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অরগানাইজেশনবিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।

১৯৮১ সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। এরপর টানা ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেন। ২০১৮ সালে অবসর ছেড়ে রাজনীতিতে ফিরে এসে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এর আগে মাহাথির বলেছিলেন, আমি যদি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসি, তাহলে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালনের পরিকল্পনা আমার থাকবে না। তবে এখন আমার বিশ্রামের সময়। তারপরও আমি পরামর্শ দেয়ার জন্য ভূমিকা পালন করব। এটা করা যেতেই পারে। বেশ কয়েকটি দল আমাকে আবারও দেশকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।

মালয়েশিয়ার বর্তমান পার্লামেন্টের মেয়াদ ২০২৩ সালের ১৬ জুলাই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে ১৫তম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করতে খুব শিগগিরই বৈঠকে বসবেন শীর্ষ রাজনৈতিক নেতারা। যেখানে শীর্ষ পাঁচ নেতা প্রথমে বৈঠক করবেন। এরপর বৈঠক করবে রাজনৈতিক ব্যুরো ও সুপ্রিম কাউন্সিল।

ক্ষমতাসীন দল উমনোর মন্ত্রীরা অবিলম্বে ১৫তম সাধারণ নির্বাচনের আয়োজনে মত পোষণ করলেও অন্য মন্ত্রীরা বিশেষ করে পেরিটান নাসিওনালের (পিএন) পক্ষ থেকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে। বারসাতু ও পিএএস মন্ত্রীরা এ বছর জাতীয় নির্বাচন আয়োজনের বিপক্ষে। কারণ, তারা চায় সরকার অর্থনীতি ও বন্যা দুর্যোগ ব্যবস্থাপনায় মনোনিবেশ করুক।

যদিও পার্লামেন্ট কবে ভেঙে দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মন্ত্রিসভার সব সদস্যের মতামত বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব। তার মন্ত্রিসভায় রয়েছেন ক্ষমতাসীন দল উমনোর ১১ জনসহ বিভিন্ন দলের মোট ৩১ জন মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ