শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

শায়খ আহমাদুল্লাহ’র সহজ একটা বিষয় নিয়ে কতকিছু হয়ে গেলো!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি আতাউল কারীম মাকসুদ ||

শায়খ আহমাদুল্লাহ হাফি.-এর সহজ একটা বিষয় নিয়ে কতকিছু হয়ে গেলো! আমরা এতটা নীচু হয়েছি যে, বরেণ্য একজন ইসলামিক স্কলার এর এমন সহজ একটা বিষয় মেনে নিতে পারি না, হজম করতে পারি না৷

আদাবে ইখতিলাফ এর স্বীকৃত নিয়ম হলো, যদি কেউ এমন ভুল করে, যার কারনে আরো মানুষ গোমরাহ হবে, ক্ষতিগ্রস্ত হবে, কেবল তখনই তার সমালোচনা করা যাবে৷ কিন্তু ভাই, শায়খ আহমাদুল্লাহ হাফি.-এর ভুল তো এমন নয়৷

গানের সুরে কুরআনে কারিম পড়া কেউই পছন্দ করে না, সাপোর্ট করে না৷ এই ভদ্রলোক তো পুরাই গানের সুরে পড়েছেন, আরো অনেক কম গানের সুর দিয়ে পড়লেই উলামায়ে কেরাম প্রতিবাদ-প্রতিরোধ করেন আলহামদুলিল্লাহ৷

শায়খ আহমাদুল্লাহও সেটাই করেছেন৷ হয়তো আরেকটু শক্তভাবে বললে ভালো হতো৷ কিন্তু যেটা বলেছেন তাও যথেষ্ট৷ এটার জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়া, তাকে সমালোচনার মঞ্চে বসিয়ে দেয়া, তাকে তুলোধুনো করা কোনোভাবেই উচিত নয়৷

আমাদের সামনে কতো কাজ, কতো চ্যালেঞ্জ৷ হিজবুত তাওহিদ, কাদিয়ানিসহ বিভিন্ন কুফরি মতবাদ জাতিকে দিশেহারা করে তুলছে, আর আমরা আছি এজাতীয় গুরুত্বহীন বিষয় নিয়ে৷ আমাদের শুভবুদ্ধির উদয় হবে কবে?

আল্লাহ তাআলা আমাদের মাথার ঘিলু বাড়িয়ে দেন৷ মানুষের ভালো কাজের প্রশংসা করার তাওফিক দান করেন৷ সবর ও তাহাম্মুলের সাথে সমূহ বাতিল ফিরকার থাবা থেকে পুরো মুসলিম উম্মাহকে হেফাজতে রাখার তাওফিক দান করেন৷

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ