মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

খাবার গ্রহণের ২৯টি আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুযযাম্মিল হক উমায়ের ।।

১> খাবারের আগে-পরে উভয় হাত ধোয়া৷ ২> খাবারের সময় আল্লাহ তায়ালাকে স্মরণ করা৷ ৩> খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা৷ ৪> খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়েছে কী না জানা না থাকলে, নিজে বিসমিল্লাহ বলে খানা শুরু করা৷
৫> ডান হাতে খাবার খাওয়া৷ ৬> ওজর ছাড়া বাম হাতে খাওয়া নিষেধ৷

৭> তিন আঙ্গুল দিয়ে খাওয়া৷ প্রয়োজনে অধিক ব্যবহার করার অনুমতি আছে৷ ৮> আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়া৷ ৯> খানা পড়ে গেলে তা তুলে পরিস্কার করে খেয়ে নেওয়া৷ শয়তানের জন্য রেখে না দেওয়া৷

১০> পুরোপুরি পেট ভর্তি করে না খাওয়া৷ ১১> একটি করে খাওয়া যায় এমন খাবার খাবারের অন্য সাথীরা অনুমতি না দিলে, একটি করে খাওয়া৷ যেমন, খেজুর, বাদাম, বুট ইত্যাদি৷ম ১২> খাবার খাওয়ার সময় বিনয়ী হয়ে বসা৷

১৩> হারাম খাবারের মজলিসে না বসা৷ ১৪> টেবিলে না খেয়ে দস্তরখানে খাবার খাওয়া৷ ১৫> খাবারের মধ্যখান থেকে না খাওয়া৷ ১৬> ওজরের কারণে দাঁড়িয়ে খাওয়ারও অনুমতি আছে৷

১৭> খাবারের দোষ না ধরা৷ চাহিদা থাকলে খেয়ে নেওয়া৷ অন্যথায়, না খাওয়া৷ ১৮> একসাথে বসে খাবার খাওয়া৷ ১৯> একসাথে খাবার গ্রহণের সময়, বয়সে ও ইলমে যিনি বড়, তাঁর মাধ্যমে খাবার খাওয়া শুরু করা৷ ২০> স্বর্ণ-রোপার পাত্রে খাবার-পানীয় গ্রহণ করা হারাম৷

২১> গরম খাবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা৷ ২২> অপচয় ও কৃপণতা পরিহার করা৷ ২৩> খাওয়ার আগে ওজু করা মুস্তাহাব নয়৷ ২৪> খাবার উপস্থিত, সাথে চাহিদাও অনেক- এমন সময় নামাজের আগে খানা খেয়ে নেওয়া৷ খাওয়ার পর নামাজ পড়া৷

২৫> নিজের সামন থেকে খানা খাওয়া৷ ২৬> খাবারের গরম ভাব চলে যাওয়ার পর, খাবার গ্রহণ করা মুস্তাহাব৷
২৭> গোশত খাওয়ার দ্বারা ওজু ভেঙে যায় না৷

২৮> প্রতিযোগী খাবারদাতার খাবার গ্রহণ থেকে বিরত থাকা৷ ২৯> খাবারের সময় দুনিয়াবী কথাবার্তা না বলে, দীনি আলোচনা করা মুস্তাহাব৷

সূত্র: ফাসলুল খিতাব লিজজুহদ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ