শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
সময় টিভির সাংবাদিকদের ওপর হামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব জানিয়ে দেব: ঢাবি ভিসি নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন  কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী আন্দোলন নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতায় গঠিত ‘ইনসাফ’-এর আত্মপ্রকাশ চার বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ‘‌কচুয়াকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে গড়তে চাই’ গোপালগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

তাবলিগের মুরব্বি মাওলানা নজরুর রহমান অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। তাবলিগ জামাত পাকিস্তানের শীর্ষ মুরব্বি, রায়বেন্ড মারকায আমির মাওলানা নজরুর রহমান অসুস্থ। বিশ্ববাসীর কাছে দোয়া কামনা করেছেন তাবলিগের মুরব্বিরা।

আজ সোমবার রায়বেন্ড তাবলিগ জামাতের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত নানান রোগে ভুগছেন। বর্তমানে রায়বেন্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ব নন্দিত ওয়ায়েজ মাওলানা তারিক জামিলের উস্তাদ, পাকিস্তানের তাবলিগের মুরব্বি হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব রহ. এর বন্ধু, হজরত মাওলানা খাজা খান মোহাম্মদ পীরে হক্কানীর খলিফা মাওলানা নজরুর রহমান। বিশ্ব তাবলিগ জামাত পরিচালনার শূরা সদস্য ১৩ জনের মধ্যে একজন।

২০১৫ সালের নভেম্বরে বিশ্বের তাবলিগ জামাতের অস্থিরতা কাটাতে রায়বেন্ড ইজতেমায় নিজামুদ্দিনের মুরব্বিরা মারকাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। হজরতজি ইনামুল হাসান রহ. কর্তৃক গঠিত শূরাকে পূর্ণাঙ্গ করার প্রস্তাব পেশ করেন। দীর্ঘ পর্যালোচনার পর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শূরা পূর্ণাঙ্গ করার ফয়সালা হয়। অবশেষে ১৩ জনের শূরা গঠন করা হয়।

১৩ জন সদস্য নিম্নরূপ- মাওলানা ইবরাহিম দেওল - ভারত, মাওলানা ইয়াকুব - ভারত, মাওলানা আহমাদ লাট - ভারত
মাওলানা মুহাম্মাদ সাদ - ভারত, মাওলানা জুহাইরুল হাসান - ভারত, হাজী আবদুল ওয়াহাব - পাকিস্তান, মাওলানা আবদুর রহমান - পাকিস্তান, মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ - পাকিস্তান, মাওলানা জিয়াউল হক - পাকিস্তান, মাওলানা নজরুর রহমান - পাকিস্তান, মাওলানা জোবায়ের - বাংলাদেশ, মাওলানা রবিউল হক - বাংলাদেশ এবং ওয়াসিফুল ইসলাম - বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ