শুক্রবার, ১৭ মে ২০২৪ ।। ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ৯ জিলকদ ১৪৪৫


ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ‘আবৃত্তি-উপস্থাপনা, লেখালেখি-সাংবাদিকতা কর্মশালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে ৭ দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হতে যাচ্ছে “সাহিত্য-সাংবাদিকতা-লেখালেখি ও উচ্চারণ-আবৃত্তি-বক্তৃতা কর্মশালা-২০২২”।

এতে প্রশিক্ষণ দেবেন তরুণ উপস্থাপক আমির হামজা আল জামি (বক্তৃতা, আবৃত্তি, উচ্চারণ, ব্যাকরণ), সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন (পত্রিকায় লেখালেখি, সাংবাদিকতা, কলাম, দর্শন-চিন্তা ও তাত্ত্বিক আলোচনা), কবি ও শিক্ষক ইয়াকুব আলী ইমাম (লেখালেখি, সাহিত্য, রোজ নামচা, উন্মুক্ত আলোচনা) প্রমুখ।

‘আদ-দাঈ সাহিত্য একাডেমি’র তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করছে ‘মদিনাতুত তাহফিজ একাডেমি’, কলেজপাড়া (রেললাইনসংলগ্ন), ব্রাহ্মণবাড়িয়া। ব্যবস্থাপনায় রয়েছেন হাফেজ ক্বারী ইমরান হোসাইন ও হাফেজ এমদাদুল্লাহ আইয়ুবী। বিস্তারিত তথ্য ও যোগাযোগ: 01786-014543, 01747-665793

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ