শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে  নাশিদ স্টুডিও এর গজল সাড়া ফেলছে নেটদুনিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে  নাশিদ স্টুডিও প্রকাশিত গজলটি নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে। গত ২১ এপ্রিল ইসলামি সংগীত প্রকাশের ইউটিউব চ্যানেল নাশিদ স্টুডিওতে সংগীতটি প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরই শ্রোতারা দারুণভাবে গ্রহণ করে সংগীতটিকে।

হযরত আব্দুল কাদের জিলানী এর শানে গাওয়া সংগীতটি গেয়েছেন ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী শামিম মাহমুদ। সংগীতটি লিখেছেন ইসলামি সংগীতের বিশিষ্ট গীতিকার ইসমাঈল তকি শাহ। ভিডিও মেকিং করেছেন রাশেদুল ইসলাম। সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন নাহিমুল ইসলাম।

সংগীতটি প্রকাশের পরপরই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে আলোচিত সংগীতটি। ইতিমধ্যে কেবল ইউটিউবে নাশিদ স্টুডি চ্যানেলে শতাধিক  শ্রোতা তাদের মতামত প্রকাশ করেছেন। যাদের প্রায় সবাই-ই জানিয়েছেন হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে গজলটি তাদের কাছে অনেক ভালো লেগেছে। ধারনা করা হচ্ছে খুব শিগগিরই সংগীতটি নতুন মাইলফলক স্পর্শ করবে।

হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে সংগীতটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাশিদ স্টুডিও এর স্বত্বাধিকারি শামিম মাহমুদ বলেন- নাশিদ স্টুডিও সব সময়ই ব্যতিক্রমী এবং উন্নতমানের সংগীত প্রকাশ করে থাকে। আব্দুল কাদের জিলানীকে নিয়ে এই সংগীতটির ভিন্নতা রয়েছে অনেকভাবেই। বিশেষ করে এর সুর ও গায়কী যে কারো হৃদয়ে আগ্রহ তৈরি করবে। এছাড়াও ভিডিওতে আব্দুল কাদের জিলানী এর একটি প্রসিদ্ধ ঘটনা উপস্থাপন করা হয়েছে।  আগামীতে নাশিদ স্টুডিও ভালো ভালো কাজ উপহার দিবে বলেও তিনি জানান।

-এডিব্লিউ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ