শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খতমে নবুওয়ত মহাসম্মেলনে হাজারো মেহমানকে সতেজতার স্বস্তি দিলো পিসব কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক শিক্ষার মাঠে বৈষম্যের দেয়াল, এক পেশার দুই প্রান্তের গল্প খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি কাদিয়ানী ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী

বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে  নাশিদ স্টুডিও এর গজল সাড়া ফেলছে নেটদুনিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে  নাশিদ স্টুডিও প্রকাশিত গজলটি নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে। গত ২১ এপ্রিল ইসলামি সংগীত প্রকাশের ইউটিউব চ্যানেল নাশিদ স্টুডিওতে সংগীতটি প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরই শ্রোতারা দারুণভাবে গ্রহণ করে সংগীতটিকে।

হযরত আব্দুল কাদের জিলানী এর শানে গাওয়া সংগীতটি গেয়েছেন ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী শামিম মাহমুদ। সংগীতটি লিখেছেন ইসলামি সংগীতের বিশিষ্ট গীতিকার ইসমাঈল তকি শাহ। ভিডিও মেকিং করেছেন রাশেদুল ইসলাম। সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন নাহিমুল ইসলাম।

সংগীতটি প্রকাশের পরপরই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে আলোচিত সংগীতটি। ইতিমধ্যে কেবল ইউটিউবে নাশিদ স্টুডি চ্যানেলে শতাধিক  শ্রোতা তাদের মতামত প্রকাশ করেছেন। যাদের প্রায় সবাই-ই জানিয়েছেন হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে গজলটি তাদের কাছে অনেক ভালো লেগেছে। ধারনা করা হচ্ছে খুব শিগগিরই সংগীতটি নতুন মাইলফলক স্পর্শ করবে।

হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে সংগীতটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাশিদ স্টুডিও এর স্বত্বাধিকারি শামিম মাহমুদ বলেন- নাশিদ স্টুডিও সব সময়ই ব্যতিক্রমী এবং উন্নতমানের সংগীত প্রকাশ করে থাকে। আব্দুল কাদের জিলানীকে নিয়ে এই সংগীতটির ভিন্নতা রয়েছে অনেকভাবেই। বিশেষ করে এর সুর ও গায়কী যে কারো হৃদয়ে আগ্রহ তৈরি করবে। এছাড়াও ভিডিওতে আব্দুল কাদের জিলানী এর একটি প্রসিদ্ধ ঘটনা উপস্থাপন করা হয়েছে।  আগামীতে নাশিদ স্টুডিও ভালো ভালো কাজ উপহার দিবে বলেও তিনি জানান।

-এডিব্লিউ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ