শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খতমে নবুওয়ত মহাসম্মেলনে হাজারো মেহমানকে সতেজতার স্বস্তি দিলো পিসব কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক শিক্ষার মাঠে বৈষম্যের দেয়াল, এক পেশার দুই প্রান্তের গল্প খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি কাদিয়ানী ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী

‘সুস্থ সংস্কৃতি চর্চা ব্যাপক করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংগঠন কলরবের ইফতার মাহফিল।

কলরবের চেয়ারম্যান মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের সার্বিক ব্যাবস্থপনায় ও শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর সভাপতিত্বে মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকা হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জায়েদ আজিজ ও ওমর আল হোসাইনের যৌথ সঞ্চালনায়  উক্ত ইফতার মাহফিলে মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের লিখিত বক্তব্য পাঠ করেন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান।

আরো বক্তব্য রাখেন কলরবের প্রধান নির্বাহী আনোয়ার শাহ, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী, কবি ও দার্শনিক মুসা আল হাফিজ, ইসলামী সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, কলামিস্ট ও গভেষক সাইমুম সাদী, ইসলামী সাংস্কৃতিক জোটের সভাপতি এইচ এম সাইফুল ইসলাম, ইসলামী সাংস্কৃতিক জোটের সেক্রেটারী জেনারেল হুমায়ুন কবির শাবীব, আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, গীতিকার ও সুরকার লিটন হাফিজ চৌধুরী, হ্যাভেন টিউন স্টুডিওর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজি আনাস রওশানসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর ইয়ামেনি মার্কেট জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, ডা. ইব্রাহিম খলিল, ইনসাফ ২৪.কম এর সম্পাদক মাহফুজ খন্দকার, শানে সাহাবার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার, আবৃত্তিকার ও উপস্থাপক ইব্রাহিম কোব্বাদি, কলামিস্ট ও মিডিয়া ব্যাক্তিত্ব নকিব বিন হোসাইন, সবার খবরের সম্পাদক আব্দুল গাফফার, ধানশালিক স্টুডিও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইসলাম, গীতিকার ও সুরকার কবি আব্দুল কাদের হাওলাদার, ইসলামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মাসরুর তাশফীন, মাহমুদ মাদানি, জুনায়েদ হাসান, আজিজুল্লাহ আহমাদি, শাহ জামাল, মুফতি বসির মাহমুদ, ইসহাক আলমগীর, রাশেদ রাহমান, মাসুম বিল্লাহ মারুফ, মাহবুব আল বারী, হাবিবুর রহমান, আহনাফ খালিদ, হামিদুল্লাহ, মুহসিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তেব্যে মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন-নাছিরী বলেন, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে সমাজে ক্রমেই অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এ অপসংস্কৃতিকে রোধ করতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা ব্যাপক করতে হবে। এ দায়িত্ব দেশের সুস্থ সাংস্কৃতি কর্মীসহ সকল সচেতন মানুষের।

এছাড়া উপস্থিত বক্তরা সুস্থধারার সংস্কৃতিকে সমাজের প্রতিটি স্থরে পৌঁছে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ