মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে দুই বন্ধুর সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ জোবায়ের হোসেন: ভূমিকম্পের সময় করনীয় সম্পর্কে দুই বন্ধুর সংলাপ:-

হাবিবঃ রনি , ভূমিকম্পের কবলে কখনো পড়িছিলি?

রনিঃ হ্যাঁ , পড়েছি।

হাবিবঃ তখন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ?

রনিঃ আমি একটি ভবনের আট তলায় ছিলাম। দেখলাম , মানুষগুলো হুড়মুড় করে নামছে। কে কার আগে নামবে এ নিয়ে এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল।

হাবিবঃ কিন্তু এভাবে নামাতো ঠিক নয়। এতে বিপদের সম্ভাবনা বেশি থাকে।

রনিঃ ঠিকই বলেছিস। এভাবে নামতে গিয়ে অনেকই সেদিন মারাত্মক আহত হয়েছিল।

হাবিবঃ আচ্ছা রনি , ভূমিকম্পের সময় আসলে কী করা উচিত ?

রনিঃ ভূমিকম্প হলে কখনো হুড়মুড় করে নামতে নেই। ধীরে সুস্থে নামা উচিত। বৃদ্ধ , শিশু ও নারীদের সহায়তা করা উচিত। নিচে নামতে না পারলে খাট বা টেবিলের নিচে কিংবা ঘরের পিলার সংলগ্নস্থানে বসে পড়া উচিত। সম্ভব হলে মাথায় বালিশ জাতীয় কিছু দিয়ে ঢাকা উচিত এতে আঘাত কম লাগার সম্ভাবনা থাকে।

হাবিবঃ পাশে বড় কোন মাঠে জড়ো হলে ভালো হয়।

রনিঃ হ্যাঁ , খোলা মাঠে জড়ো হলে কোন ভবন হেলে পড়লে প্রানহানি ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ