শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

রেলওয়ে জামিয়া মাহমুদিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে সম্মাননা পাগড়ি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে বিশেষ সম্মাননা পাগড়ি প্রদান করেছে রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসা।

গত ১৮ মার্চ (শুক্রবার) মাদরাসার আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাফেজ তাকরিমকে পাগড়ি প্রদান করা হয়। এসময় রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার ৯জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।

পাগড়ি প্রদান করেছেন, সাইয়্যেদ হোসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য সাগরেদ কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক।

মাহফিলে কুরআন তেলাওয়াত করেন, ক্বারী হাফেজ মাওলানা নাজমুল হাসান। আরও তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী। তিনি বলেন, আমাদের মাদরাসার ছাত্ররাও যেন হাফেজ তাকরিমের মতো বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে সবাই দোয়া করবেন।

রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার হিফজুল কুরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাহানপুর রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নূরে নবী ভূইঁয়া রাজু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (পূর্ব) বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম। আবু জাফর মিয়া, প্রধান প্রকৌশলী (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম। মুহাম্মদ সুবক্তগীন, প্রকল্প পরিচালক, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন। মামুনুল ইসলাম, শফিকুর রহমান, আলহাজ আব্দুস সুবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ