শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্তর্জাতিক সহনশীলতা দিবস: সহনশীলতা ছাড়া শান্তি অসম্ভব ‘শিল্প-সাহিত্যেও মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে’ চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খতমে নবুওয়ত মহাসম্মেলনে হাজারো মেহমানকে সতেজতার স্বস্তি দিলো পিসব কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক শিক্ষার মাঠে বৈষম্যের দেয়াল, এক পেশার দুই প্রান্তের গল্প খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি কাদিয়ানী ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী

২০ মার্চ কওমি উদ্যোক্তা’র ২য় উদ্যোক্তা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী হাসানাত খান: জনপ্রিয় ভার্চুয়াল বিজনেস গ্রুপ ‘কওমি উদ্যোক্তা’র ‘২য় উদ্যোক্তা সম্মেলন’ আগামী ২০ মার্চ। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ‘সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে’ অনুষ্ঠিত হবে বৃহৎ এ উদ্যোক্তা সম্মেলন।

‘নিজের কথা কও’ শ্লোগানে ২০২০ সালের ২ জুন শুরু হয় কওমি উদ্যোক্তার পথচলা। কোভিড নাইন্টিন ও লকডাউনে অর্থনৈতিক অস্থিরতার সময়ে যখন কর্মসংস্থান হারাচ্ছিল মানুষ তখন ব্যবসা-বাণিজ্যের এই ভিন্নধর্মী প্লাটফর্ম আশা ও উদ্যিপনা জাগায় তরুণ আলেমদের। যেখান থেকে এ পর্যন্ত হাজারও তরুণ সফল উদ্যোক্তায় পরিণত হয়েছে। গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন অনেক কোম্পানি।

জানা যায়, সম্মেলনে ৫০০ তরুণ উদ্যোক্তা উপস্থিত হবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন প্রডাক্ট নিয়ে যারা কাজ করছেন।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ব্যবসায়ী, উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার, স্যোশাল ওয়ার্কারসহ সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উদ্যোক্তা, ব্যবসা বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা করবেন আলোচকগণ।

‘কওমি উদ্যোক্তা’ ফাউন্ডার ও অ্যাডমিন মাওলানা রোকন রাইয়ান বলেন, আমাদের উদ্যোক্তা সম্মেলন একটা নতুন আবহ নিয়ে আসে তরুণদের মধ্যে। এবারও সেই আগ্রহ উত্তেজনা বিরাজ করছে সম্মেলন ঘিরে।

তিনি বলেন, গত বছর ঢাকা চট্টগ্রামে দুটি সম্মেলনে অনুষ্ঠিত হয়। যাতে প্রায় ১ হাজার তরুণ অংশ নিয়েছিলেন। তারা দিনশেষে বাড়ি ফিরেছেন একটু নতুন স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে। এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ।

গ্রুপের কো ফাউন্ডার হাফেজ মুমিনুল ইসলাম বলেন, ‘উদ্যোক্তাদের জন্য ব্রান্ডিংয়ের চেয়ে উপকারী আর কিছু নেই। যতটা না-পণ্য বিক্রির দিকে মনোনিবেশ করতে হবে, তারচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে নিজের ব্রান্ডিং বা প্রচারের দিকে। আমাদের উদ্যোক্তা সম্মেলন সেই ব্রান্ডিংয়ের বিশাল সুযোগ তৈরি করে দেয়।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে ১ম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এতে দেশ বরেণ্য মান্যবর ব্যক্তিবর্গ আগমন করেছিলেন। তথ্যমতে, এ সম্মেলন দ্বিগুণ আশা জাগানিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ