শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

জামিয়া আফতাবনগর ঢাকায় ইসলাহী মাহফিল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা- জামিয়া আফতাবনগর ঢাকায় ফারেগীনদের পাগড়ি প্রদান, বার্ষিক পুরস্কার বিতরণ ও বুখারী শরীফের সর্বশেষ হাদীসের পাঠদান উপলক্ষে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) মাদরাসা প্রঙ্গণে সকাল ৮টা থেকে দোয়া ও ইসলাহী মাহফিল শুরু হবে। এদিন ফারেগীনদের পাগড়ি প্রদান করবেন আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী।

বুখারী শরীফের সর্বশেষ হাদীসের দরস দিবেন- জামিয়া আফতাবনগর ও জামিয়া নূরে মদীনা ঢাকার শাইখুল হাদীস মাওলানা আবূ মূসা কাসেমী।

এতে উপস্থিত থাকবেন- মাওলানা ওমর ফারুক সন্দীপী, মাওলানা মাহফুযুল হক, মাওলানা ইয়াহইয়া মাহমূদ, মাওলানা আবু ছাবের আব্দুল্লাহ, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা আবুল হাসান, মাওলানা আসাদ আলহোসাইনী, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা জহুরুল হকসহ স্বনামধন্য আলেমরা।

এদিকে শনিবার সকাল ১০টায় জামিয়া আফতাবনগর ও জামিয়া নূরে মদীনা ঢাকার শাইখুল হাদীস মাওলানা আবূ মূসা কাসেমীর সকল ছাত্র, মুতাআল্লেকীন ও মুহিব্বিনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

দূর থেকে আগতদের ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আসার জন্য অনুরোধ জানিয়েছেন আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা- জামিয়া আফতাবনগর ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, আগত মেহমানদের থাকা-খাওয়ার যেন কোন সমস্যা না হয় সে ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন জেলা থেকে কতজন আসবে তা আগে জানিয়ে দেয়ার জন্য বলেছে মাদরাসা কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ